গল্প বুড়ো হলে অক্ষমতা নয়

এক বুড়ো লােক প্রতিদিন কাঁধে ঝাুলিয়ে একটি বাঁশের দুটি'মাথায় দুটো কলসিতে করে তার গ্রামে পানি নিয়ে যাইতো। কলসি দুটোর একটা ছিল অনেক দিনেট খুব পুরানাে , কলসির গায়ের কয়েক জায়গায় ফুটো ছিল । 

ফুটো এই কলসির অর্ধেক পানিই বাড়ি আনতে আনতে রাস্তায় পড়ে যাইত । যে কলসিটা ভাল ছিল , সে নিজের কাজ ঠিকঠাক মত করতে পেরে তাে দারুণ খুশি ! কিন্তু অন্য কলসিটার সবসময় লজ্জায় মুখ ভার হয়ে থাকতাে । একদিন লােকটা যখন পানি আনতে যাবে , বুড়াে কলসিটা লজ্জিত ভঙ্গিতে বলে উঠলাে , “ আমাকে দিয়ে তাে তােমার কোন কাজই হচ্ছে না ।

 এত কষ্ট করে তুমি যে পানিটা নিয়ে আসাে , তার অর্ধেকটাই তাে রাস্তায় পড়ে যেয়ে নষ্ট হয় । বাকিটা কাজে লাগে কেবল । ” বুড়ো লােকটা হেসে বললাে , “ আজ বাড়ি ফেরার পথে , তুমি রাস্তার দিকে একটু খেয়াল করাে । ” ফেরার সময় পুরনাে ভাঙা কলসিটা খুব সুন্দর নেক ফুল আর গাছপালা দেখতে পেলাে রাস্তার ধারে । 

লােকটা তাকে বললাে , “ দেখেছাে তােমার দিকের রাস্তাটা কী সুন্দর ? এমনটা কেমন করে হয়েছে জানাে ? বলতেছি শােনাে । তােমাকে নিয়ে বাড়ি ফেরার পথে তােমার অর্ধেকটা পানি রাস্তায় পড়ে যাতে নষ্ট না হয় , এজন্য আমি পথের ধারে বিভিন্ন গাছের চারা লাগিয়েছি । 

তােমার কাছ থেকে বা কলসি থেকে পড়ে যাওয়া পানিটা অদের খুব কাজে লাগে , আর আমারও ! আমি আমার বাচ্চাদের কে ভালাে তাজা শাকসবজি খাওয়াতে পারি , গােলাপ দিয়ে ঘর সুন্দরভাবে সাজাতে পারি ; আর এ সবই সম্ভব তো তােমার জন্য !

 আমরা চিন্তা করি বুড়াে হলে আমাদের কাজের ক্ষমতা কমে যায় , কিন্তু তা হয়না? আমরা আগের গুণগুলাে হারিয়ে নতুন নতুন কিছু যােগ্যতা অর্জন করি । সেগুলাে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই বুড়িয়ে যাওয়াটা সার্থক । ”