অন্যের চোখে জীবন দেখা।

 হাসপাতালে পাশাপাশি বিছানায় থাকেন ২ জন রােগী । ২ জনেই মৃত্যু শয্যায় । একজন রােগী থাকতাে জানালার কাছে । বিছানা থেকে উঠে বসার মতাে শক্তি ছিল না কারােরই । তবুও জানালার কাছে থাকা রােগীটি নার্স কে ডেকে প্রতিদিন বিকেলে এক ঘণ্টার জন্য জানালার পাশে উঠে বসতেন । অপলক চেয়ে থাকেন তিনি বাইরের দিকে।

 

  ১ ঘণ্টা পরে পাশের বিছানায় শুয়ে থাকা রােগীর কাছে বাইরে কি কি দেখল তাঁর বর্ণনা করতেন । তিনি প্রতিদিন বলতেন- “ বাইরে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে । ছােট ছােট শিশুরা মাঠে খেলা করছে । বাচ্চারা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়ে দিচ্ছে পানিতে .. ” পাশের বিছানায় শুয়ে শুয়ে রােগীটি এইসব তার কানে শুনত আর চোখে কল্পনা করতাে।

 

আর মনের আকাশে উড়ে বেড়াতাে মেঘেদের সাথে । অন্যরকম ভালাে লাগা কাজ করতাে এসব বর্ণনা শুনে । হঠাৎ একদিন জানালার পাশে থাকা রােগীটি মারা গেলেন । পাশের বিছানার রােগীটি তখন নার্স কে অনুরােধ করলাে তাকে যেন জানালার পাশের বেড এ থাকতে দেওয়া হয় । বিকেল হলাে । সে আজ প্রকৃতি নিজ চোখে দেখবে । অনেক আশা নিয়ে কনুই এ ভর করে চোখ রাখলেন জানালায় , কিন্তু হায় !! সেখানে তাে সাদা দেয়াল ছাড়া আর কিছুই নেই ।


নার্স কে ডাকলেন , জিজ্ঞেস করলেন- “ এখানে তাে দেয়াল ছাড়া কিছুই নেই ! তাহলে প্রতিদিন সে আমাকে কিভাবে সুন্দর ফুল , প্রকৃতির পাখির বর্ণনা করতাে ? !! নার্স হাসিমুখে উত্তর দিলাে- “ আসলে উনি ছিলেন অন্ধ । আপনাকে বেঁচে থাকার উৎসাহ দিতেই এসব গল্প শুনাতেন ...