গল্প: লেগে থাকার গুন

আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা শেষ মুহূর্তে এসে হাল ছেড়ে দেন । তারা চেষ্টা করা ছেড়ে দেন যখন তারা মাত্র একগজ পেছনে , তারা দৌড় বন্ধ করে দেয় যখন কিনা ফাইনাল লাইন ক্রস করতে তার মাত্র এক মিনিট সময় লাগতাে ।

 " কথাগুলাে যিনি বলেছেন তিনি রস প্যাঁরট । ছােট বেলায় স্কাউটিং করার নেশা থেকে মানব সেবার স্বাদ পেয়ে যােগ দেন নৌবাহিনীতে অপরের সহযােগীতা করার লক্ষ্যে । একটা সময় পর নৌবাহিনী ছেড়ে যােগ দেন আইবিএম কোম্পানিতে একজন বিক্রয়কর্মী হিসেবে । পারদর্শিতা দেখিয়ে বিক্রয় কোটা পূরণ করেন , কিন্তু কোম্পানির চোখে তা পারদর্শিতা বলে গণ্য হয়নি।

উন্নতির কোনও লক্ষণ না দেখে রস প্যাঁরট চাকরি ছেড়ে দেন এবং নিজের কোম্পানি- " ইলেকট্রনিক ডাটা সিস্টেম " প্রতিষ্ঠা করেন । করতে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ডাটাবেজ সফটওয়্যার সাপ্লাইয়ের কাজ । বিভিন্ন কোম্পানির সাথে কথা বলতেন তার ডাটাবেজ সফটওয়্যার বিক্রয় করার জন্য । কিন্তু ৭৭ টি কোম্পানি কর্তৃক তিনি " বাতিল " এবং " মান ভালাে না " এমন সব কথা শুনে প্রত্যাখ্যাত হন । কিন্তু ভেঙ্গে পড়েননি রস প্যারট ।

 অপেক্ষা করতে লাগলেন কোনও সুযােগের । কেননা তার বিশ্বাস ছিল যেহেতু কার্যক্ষমতা তার আছে সুতরাং সুযােগ তিনি অবশ্যই পাবেন আর সত্যি সত্যি মহা এক সুযােগ পেয়েও গেলেন তিনি । সরকারি এক প্রকল্প পেয়ে গেলেন অনায়াসে কেননা সরকারের সকল নিয়ম মেনে নিয়ে শক্ত হাতে প্রজেক্ট সম্পন্ন করার সাহস তিনি দেখিয়েছিলেন । ফলে সামান্য কোনও বাজেট নয় , পুরােপুরি ৭০০ মিলিয়ন টাকা 

সমমূল্যের বাজেট পেয়ে গিয়েছিলেন । । আর এরপর থেকে শুধুই এগিয়ে চলা ।

  আর এখন বিলিয়ন - মিলিয়ন কাজের অর্ডার প্রতি মাসেই !! রস প্যাঁরটের নিকট সফলতার বাণী শুনতে চাইলে একই কথা বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে বলতেন- " সুযােগ আসবেই , আসতেই হবে , নিজের দক্ষতা প্রমানের সুযােগ মিলবেই , তাই কখনই হাল ছেড়ে দিয়াে না , কখনই না " !