প্রত্যাখানই সফলতার প্রেরনা

একটা ছেলে এক মেয়েকে অনেক ভালবাসতাে , মেয়েটা খুব সুন্দরী ছিল না । তবে ঐ ছেলেটির জন্য মেয়েটিই ছিল সব । ছেলেটি স্বপ্ন দেখতাে মেয়েটির সাথে তার বাকি জীবন কাটানাের । তার বন্ধুরা একদিন তাকে বললাে , “ তুমি যে মেয়েটিকে এত ভালবাস , কখনাে কি তাকে বলেছ ? 

মেয়েটি তাে জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখা প্রথমে তাকে সবকিছু বল , তারপর তার কাছ থেকে শুনাে যে সেও তােমাকে ভালবাসে কিনা ” । এ কথা শুনে ছেলেটি ঠিক করলাে , সে মেয়েটিকে তার ভালবাসার কথা জানাবে । মেয়েটি প্রথম থেকেই জানতাে যে ছেলেটি তাকে ভালবাসে । যখন ছেলেটি মেয়েটিকে তার ভালবাসার কথা জানালাে , তখন মেয়েটি তাকে প্রত্যাখ্যান করে দিল । 

ছেলেটির বন্ধুরা ভাবলাে ছেলেটি এবার হয়তাে ড্রাগ , অ্যালকোহল নেয়া শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে । কিন্তু তারা অবাক হল যখন ছেলেটি এসবের কিছুই করল না । ছেলেটি বললাে , “ আমার কেন খারাপ লাগবে ? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনােই আমাকে ভালবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে তাকে অনেক ভালবাসতাে ” । 

আমরা আমাদের জীবনেও বিভিন্ন সময় প্রত্যাখ্যান ও ব্যর্থতার সম্মুখীন হই । প্রত্যাখ্যাত হয়ে ভেঙ্গে না পড়ে এ থেকে অনুপ্রেরণা খোঁজা ও প্রত্যাখ্যানের সঠিক কারণ অনুসন্ধান করাই সমীচীন ।