পৃথিবীতে সবাই কিন্তু একই রকম পেশা বেছে নেয় না। কেউ হয়তাে চিকিৎসক হবে কিংবা কেউ চায় স্বাধীনভাবে চলতে , কেউ চায় শিক্ষকতা করতে । কিন্তু একটা বিতর্কের বিষয় থেকেই যায় , পেশা হিসেবে কোনটা ভালাে চাকরি না ব্যবসা । এই বিষয় নিয়ে মনে প্রশ্ন জাগেনি , এমন তরুণের সংখ্যা খুব কমই পাওয়া যাবে । তাই খোঁজা যাক প্রশ্নের উত্তর , কোনটা বেশি ভালাে চাকরি নাকি ব্যবসা । চাকরি মানেই হলাে মাস শেষে নির্দিষ্ট অংকের একটা বেতন পাওয়া । সেটা ছােট অংকেরও হতে পারে কিংবা হতে পারে বিশাল অংকের । তবে অনেকেরই আবার বসকে তেল দেয়া বা তােষামােদ করার মতাে মানসিকতা নেই । তাদের কাছে চাকরি ভালাে লাগবে না এটাই স্বাভাবিক । চাকরিতে আছে প্রতিদিন বসের ঝাড়ি খাওয়ার সম্ভাবনা । নিজের মুখ ফুটে যে নিজের মতামত প্রকাশ করবেন , সেটাও করা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে । তবে মানিয়ে নেয়াটাই হলাে আসল কথা । বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় , চাকরিজীবী পরিবারের সন্তানরা করতে বেশি অভ্যস্ত । তাদের কাছে চাকরি মানে নিশ্চিন্ত জীবন , মাস শেষে নির্দিষ্ট অংকের টাকা । তাদের কাছে পড়াশােনার মূল লক্ষ্যই হচ্ছে জ্ঞানার্জন নয় , ডিগ্রি অর্জন আর একটা চাকরি ।
চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন তারা যারা একটু ঠোঁটকাটা স্বভাবের । দেখা যায় , বেশিরভাগ ক্ষেত্রেই তারা সহকর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন । এমনকি বসের মুখের ওপরও যখন তখন না বুঝে শুনে দুম করে একটা কিছু বলে বসেন । তাদের জন্য চাকরি না করাই ভালাে । তবে চাকরিতে একটা ভালাে দিক হলাে লাভ - লােকসান নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে হয় না । মন দিয়ে কাজ করে মাস শেষে টাকা বুঝে নিলেই হলাে । লাভ- লােকসান নিয়ে চিন্তা করবেন বস । বলা হয়ে থাকে , চাকরি করলে নাকি নিজের ওপর আত্মবিশ্বাস খানিকটা কমে যায় । ব্যবসা যারা করে তারা রিস্ক নিতে ভয় পায় না । কিন্তু চাকরিজীবীদের মধ্যে রিস্ক নেয়ার প্রবণতা অত্যন্ত কম । প্রাচীনকাল থেকেই ব্যবসা করার জন্য বিভিন্ন অঞ্চলে পাড়ি জমিয়েছে বণিকরা । সে সময় শুধু একটা শ্ৰেণীই ব্যবসা - বাণিজ্য করত । বলা হতাে বাণিজ্যে লক্ষ্মী বসতি । সময় পাল্টেছে , সেই সঙ্গে পাল্টেছে ব্যবসার পদ্ধতি আর ধ্যান - ধারণাও । কিন্তু এখনাে অনেক মানুষেরই আগ্রহ রয়েছে ব্যবসায় । বেশিরভাগ ব্যবসায়ী পরিবারের সন্তানেরা ব্যবসাতে বেশি আগ্রহ প্রকাশ করে । পরিবারে ব্যবসার চল না থাকলে নাকি পাকা ব্যবসায়ী হওয়া যায় না । এ রকম ধ্যান- ধারণা ভেঙে অনেকেই এখন ব্যবসায় হাত পাকানাে শুরু করেছে । তরুণ - তরুণীদের কাছে।
0 Comments