চাকুরি এবং ব্যবসা দুটো ভিন্ন বিষয় আপনি আপনার পছন্দ ও সামথ্য অনুযায়ী একটি অপশন বেসে নিতে পারেন। চাকুরি হলো অন্যের অধিনে কাজ করা এবং কাজের বিনিময়ে মাসে মাসে নিদিষ্ট পরিমান বেতন গ্রহন করা। চাকুরি করে তুমি সাধারন জীবনযাপন করতে পারবে কিন্তু বড় কিছু করতে পারবে না । চাকুরি করে তুমি স্বাধীনভাবে চলতে পারবে যখন মন যা চাইতে তাই করতে পারবে না যখন খুশি ছুটি কাটা অফিস কাটা এগুলাে করতে পারবে না । বসের ঝাড়ি শুনতে হয় কোন কাজ ঠিক না হলে এবং কাজের চাপ থাকলে নাইটে কাজ করে সেটা কাভার করতে হয় । মাস শেষ হওয়ার আগে বেতন পাবেন না । চাকুরিতে শুধু যে অসুবিধা আছে তা কিন্তু না অনেক সুবিধা আছে , সুবিধা হল এটাতে ব্যবসা থেকে টেনশন অনেক কম কারন এখানে দেনাদার পাওনাদার নিয়ে ভাবতে হয় না তাই বাড়তি কোন চাপ নেওয়ার প্রয়োজন নেই । ব্যবসা তে একটু টেনশন বেশি , কারন আপনাকে নগদ এবং ব্যাংক লােন নিয়ে ব্যবসা করতে হতে পারে । ব্যবসাতে লােকসান হয় তাহলে সেটার ভার নিজেকে বহন করতে হয় । ব্যবসায়প সুবিধা হল এটা আপনার নিজের পেশার কারও কথামত এখানে চলতে হয়না । তবে আপনার ব্যবসায়ীক জ্ঞান ভালাে থাকে তাহলে আপনি ব্যবসা করে আপনার লক্ষে পৌছাতে পারবেন । যাঁরা জীবনে বড় হয়েছে ব্যবসা করেই বড় হয়েছে । বড় বড় কোম্পানীর যারা মালিক যেমন : আকিজ,স্কয়ার গ্রুপ কোম্পানি উনারা ব্যবসা শুরু করেছে ফুটপাত এর ফেরি করা ছোট ব্যবসা থেকে কিন্ত আজ এরা নামকরা বড় শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছে কারন তাদের ছিল প্রবল ইচ্ছা শক্তি ও ধৈয্য এবং সঠিক ব্যবসায়ীক জ্ঞান ।
নির্ভর করবে আপনার উপর ?
এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের চাকরী করবেন তার উপর , সরকারি চাকরি হলে সবাই বলবে ব্যাবস্যা এর চেয়ে চাকরি ই ভাল , তবে বেসরকারি চাকরি এর চেয়ে ব্যবস্যা ই ভাল । চাকরি করলে নিজের স্বাধীনতা পাবেন না , আর ব্যবস্যা করলে নিজের স্বাধীনতা পাবেন । আর আমার কথা হলঃ মূলধন থাকলে হালাল ব্যবস্যাতে নেমে পড়েন আল্লাহ এর নাম নিয়ে ।
কোনটা ভাল ?
চাকুরী এবং ব্যবসা দুটোই ভাল দুই মেরু চুম্বকের মত । এখানে সুবিধা - অসুবিধা চাকুরী এবং ব্যবসা দুটোতেই বিদ্যমান আছে।
১। চাকুরী করাটা মানে সর্বদা পরের অধীন থাকা । খাস বাংলা চাকরগীরি কিংবা গােলামী করা । অবশ্য চাকুরী অর্থে আমরা কেউ বড় কিংবা ছােট চাকর । তথাপি ব্যবসাটা মূলত উদ্যোক্তা হিসাবেও হতে পারে । মানে আপনি স্বত্তাধিকারী ।
২। চাকুরী করলে বেতনের টেনশন থাকেনা । অর্থাৎ মাস শেষে নিদিষ্ট একটি পারিশ্রমিক পাচ্ছেন । কিন্তু ব্যবসাতে লাভ / লসের বিষয় আসে ।
৩। চাকুরী করলে বেশী বড়লােক হবার সুযােগ থাকেনা । যদিও দূনীর্তি করলে আলাদা বিষয় । কিন্তু ব্যবসাতে আপনি অল্প হতে শুরু করে শিল্পপতিও বনে যেতে পারেন ।
৪। চাকুরীর স্বাধীনতা নাই । কিন্তু ব্যবসায়ের স্বাধীনতা আছে । এবং উদ্যোক্ত হতে পারবেন ও অপরকে কাজের সুযােগ করতে পারবেন ।
৫। পরিশেষে ইসলামে ব্যবসায়ের গুরুত্বের কথাটাই বেশী বলা হয়েছে । কারন অধিকাংশ সাহাবাগণ ও নবীগন ব্যবসাতে যুক্ত ছিলেন । এই কারনে ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে । ( ভেজাল করলে কিন্তু হালাল হবে না ) ।
0 Comments